- Yankee [ইয়্যাঙ্কি] a. মার্কিন দেশীয় বা আমেরিকার লোক-সম্বন্ধীয়; of the inhabitants of America- আমেরিকার বাসিন্দাদের।
- Yawning [ইয়নিং] a. হাই তুলিতেছে এমন; opening the mouth wide while inhaling deeply- গভীরভাবে শ্বাস নেওয়ার সময় মুখ প্রশস্ত করা।
- Yclept [ইক্লেপট] p.a. নামক; অভিহিত; called-নামক; অভিহিত; named- নামে; নামক; অভিহিত; আখ্যাত; খ্যাত।
- Yearlong [ঈয়ারলং] a. বর্ষব্যাপী; এক বৎসর ব্যাপী; ব্যাপী; lasting a year- এক বছর স্থায়ী।
- Yearly [ইয়ারলি] a. বার্ষিক; বাৎসরিক; বর্ষস্থায়ী; বর্ষব্যাপী; এক বৎসর ব্যাপী; সালিয়ানা; প্রতি বছর; বছরে একবার করে; happening every year- প্রতি বছর ঘটেছে; annual- বার্ষিক।
- Yearning [ইয়ার্নিং] a. উৎসুক; longing- উৎসুক।
- Yeasty [ঈস্টি] a. খামির মত; like yeast- খামির মত; foamy-ফেনাযুক্ত; ফেনিল।
- Yellow [ইয়েলো] a. হলদে; of a bright golden colour- একটি উজ্জ্বল সোনালী রঙ্গের।
- Yellowish [ইয়েলোয়িশ] a. হলুুুুদাভ; পীতাভ। somewhat yellow- কিছুটা হলুদ।
- Yellowy [ইয়োলোয়ি] a. হলুুুুদাভ; পীতাভ। somewhat yellow- কিছুটা হলুদ।
- Yester [ইয়েস্টার] a. গত; বিগত; relating to yesterday- গতকালের সাথে সম্পর্কিত; last- বিগত। ।
- Yielding- [ঈল্ডিং] a. বশ্য; একগুঁয়ে নয় এমন; not obstinate- অবাধ্য না, একগুঁয়ে না; compliant- অনুযোগ; বিনয়ী; বাধ্য।
- Yonder [ইয়ণ্ডার] a. ওই; ঐ; ঐগুলি; being at a distance within view- দৃশ্যের মধ্যে দূরত্বে থাকা।
- Young- [ইয়াং] a. অল্প বয়স্ক; তরুণ; not long born- দীর্ঘ জন্ম না; juvenile- কিশোর। .
- Younger- [ইয়াংগার] comp. a. বয়সে ছোট। of less age- কম বয়সের।
- Youngest- [ইয়াংগেস্ট] sup. a. সর্বকনিষ্ঠ। having the least age- সর্বনিম্ন বয়স থাকা।
- Youngish- [ইয়াংগিশ] a. মোটামুটি তরুণ; বেশ অল্প বয়সী; কিছুটা অল্প বয়স্ক। fairly young- মোটামুটি তরুণ।
- Your- [ইওর] a. (attrib.) আপনার; আপনাদের; তোমার; তোমাদের; তোর; তোদের। Your book.
- Yours- [ইওরজ] pron. & pred. a. আপনার; আপনাদের; তোমার; তোমাদের; তোর; তোদের। This book is yours.
- Youthful- [ইয়ুথফুল] a. তরুণ; যুবক; young- তরুণ; having the characteristic of youth- তারুণ্যের বৈশিষ্ট্য থাকা; fresh- সতেজ; তাজা; টাটকা; vigorous- সবল; সতেজ।